South24pgs : বেলা বাড়তেই জনস্রোত আছড়ে পড়লো সাগরে আজ ও কাল চলবে স্নান : U bangla TV

South24pgs : বেলা বাড়তেই জনস্রোত আছড়ে পড়লো সাগরে আজ ও কাল চলবে স্নান : U bangla TV

Jan 14, 2024 - 14:21
 0  12

বেলা বাড়তেই জনস্রোত আছড়ে পড়লো সাগরে। রবিবার ও সোমবার দু দিনই চলবে এই পূর্ণস্নান। যার জন্য সাগরে উপস্থিত ভারতের বিভিন্ন প্রান্তের তীর্থযাত্রীরা ।সাগর মেলা কে নির্বিঘ্নে সম্পন্ন করতে তৈরি প্রশাসন। আর এই মহেন্দ্রক্ষনের জন্য সমস্ত রকমের পরিষেবা গত কয়েক দিন ধরে চালু রাখা হয়েছে প্রশাসনের তরফে। বিকাল থেকে জমছিল ভীড়।অস্থায়ী শেড গুলি থেকে ভীড় উপচে তা চলে এসেছে খোলা আকাশের নিচে।উত্তরে হাওয়া আর প্রবল ঠান্ডা কে উপেক্ষা করে লক্ষ লক্ষ পূন্যার্থীর মুখে একটাই আওয়াজ কপিলমুনি কি জয়।গঙ্গা মাই কি জয়। পূর্ণ্যস্নানের মহেন্দ্রক্ষন নিয়ে অন্যবছরের মত এবছর ও নানা মুনির নানা মত। বিশুদ্ধ পঞ্জি মতে আজ রাত ১২টা ১৫ থেকে শুরু করে পরের দিন রাত ১২টা ১৫ মিনিটস পর্যন্ত পূন্য স্নানের সময়। পূণ্যের অবগাহনে ডুব দিতে তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সকলেই।শুধু ভারত বর্ষ নয়, ভারতের বাইরে থেকে ও বহু পূণ্যার্থী এসে ভীড় করেছেন গঙ্গা সাগর মেলাতে । সাগরসঙ্গমে স্নান সেরে কপিল মুনি মন্দিরে পূজো দিচ্ছেন পূর্ণাথীরা । রাতের অন্ধকার বা ভোরের কুয়াশা কোনোও কিছুই বাদ সাধতে পারছে না পূণ্যার্থীদের জন্য । আট থেকে আশি সকলের একটাই উদ্দেশ্য পূণ্য অর্জন। তাই ঠান্ডাকে উপেক্ষা করে কেউ দিয়েছেন গঙ্গায় ডুব আবার কেউ বা অপেক্ষা করছেন ডুব দেওয়ার জন্য। আর করবে নাই বা কেন? গঙ্গার ন্যায় গঙ্গা সাগরের মাহাত্ম্য অপরিসীম।আমরা মহা ভারতে দেখেছি দেবর্ষি নারদ মহারাজ যুধিষ্ঠিরের নিকট গঙ্গা সাগর তীর্থের মাহাত্ম্য কীর্ত্তন করেছিলেন।যাহাতে বলা হয়েছে দশটি অশ্বমেধ যজ্ঞএর ফল এক গঙ্গা সাগর স্নানে নিস্পন্ন হয়।মহাভারতে বলা হয়েছে হরিদ্বার প্রয়াগ ও গঙ্গাসাগর সঙ্গমে গঙ্গা অধিক পূন্যময়ী।আর তাই সবতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। তবে সময় এখন পাল্টেছে বর্তমানে উন্নয়নের যুগে বর্তমান সরকারের আমলে সব তীর্থ একবার গঙ্গা সাগর বারবার। প্রশাসনের পরিসংখ্যান এবং রাজ্যের মন্ত্রীদের দাবি ইতিমধ্যে প্রায় বেলা ১২ টা পর্যন্ত ৪৫ লক্ষাধিক পূর্ণ্যাথী সাগরে এসে পোঁছেছেন। অথবা মেলা থেকে স্নান সেরে ফিরে ও গেছেন। পুরো মেলা পরিচালনার জন্য সাগরে উপস্থিত আছেন রাজ্যের ছয় জন মন্ত্রী। পুরো মেলা তদারকির জন্য উপস্থিত আছেন বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস , কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় , পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃত মন্ত্রী ইন্দ্রনীল সেন, অগ্নি নির্বাপক মন্ত্রী সুজিত বসু ও সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। সাগর মেলায় নজর দারির জন্য বাবুঘাট থেকে সাগরতট পর্যন্ত নজর দারির জন্য প্রায় আটশো টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।সাত টি ড্রোন পাহারা দিচ্ছে। মেগা কন্ট্রোল রুম বানানো হয়েছে।প্রতিটা ড্রোনের ছবি ও ক্যামেরার ছবি পাঠানো হচ্ছে এই কন্ট্রোল রুমে।জোয়ার ভাঁটার কারনে ভেসেল বা লঞ্চ পরিষেবা বন্ধ থাকলে তা বারবার জানানো হচ্ছে মাইকিং করে। এবার প্রথম ইসরো প্রযুক্তি ব্যবহারের ফলে সাগর মেলার নিরাপত্তা অনেকটা নিশ্চিত করা গেছে । #south24pargana #south24pargananews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow