South 24 pgs | পুতুল তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা মহিলাদের | U Bangla TV

South 24 pgs | পুতুল তৈরি করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা মহিলাদের | U Bangla TV

Oct 11, 2023 - 15:08
 0  4

হাতেগোনা কয়েকদিন বাকি শারদীয় দূর্গা উৎসব, তার পরেই আসছে দীপাবলি,তার মধ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা মহিলার।  দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ছাতুয়া মোড় এলাকায়।এই এলাকার প্রায় ৫০০ টি পরিবার তৈরি করছে ছোট্ট পুতুল লক্ষ্মীনারায়ণ এবং গণেশ আর এই কাজের মধ্য দিয়ে সংসার প্রতিপালন সহ বিভিন্ন দায় বিপদ আপদ সামলাচ্ছে তারা।এই এলাকায় মহিলা থেকে পুরুষ মাটি দিয়ে ছাঁচে বিভিন্ন পুতুল তৈরি করে পরবর্তীকালে রোদে শুকিয়ে পুড়িয়ে নেওয়ার পর রং কাপড় বিভিন্ন গয়না দিয়ে সাজিয়ে তোলা হয় তার জন্য কাজ করছি প্রায় শতাধিক মহিলা কেউ কেউ দৈনিক মজুরি কেউ কেউ মাসিক মাইনার ভিত্তিতে। এই পর্যন্ত তৈরি হবার পর বিভিন্ন কোম্পানির মোড়কের মধ্যে ঢুকিয়ে ইংল্যান্ড বাংলাদেশ ঝাড়খন্ড বিহার সহ কোলকাতার বিভিন্ন জায়গায় সাপ্লাইড ব্যবস্থা করা হয়। আর সেখান থেকে রোজগার করে সংসার চালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা। তবে এই সমস্ত মহিলা থেকে পুরুষ তাদের দাবি বর্তমান রাজ্য সরকার বহু উন্নয়নে কাজ করছে, যারা গান বাজনা করছে তাদেরকে দিচ্ছেন মাসোয়ার। তারা মাসোয়ারা চায় না যদি সরকার তাদের স্বল্প সুদে কোন লোনের ব্যবস্থা করে দিত তাহলে পরের কারখানা কাজ না করে নিজের কারখানায় কাজ করি স্বনির্ভর হয়ে উঠতেন।                         

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow