South 24 pgs : ম্যানগ্ৰোভের সাথে রং এর উৎসবে মাতল সুন্দরবনবাসী : U Bangla TV |
South 24 pgs : ম্যানগ্ৰোভের সাথে রং এর উৎসবে মাতল সুন্দরবনবাসী : U Bangla TV |
ম্যানগ্ৰোভের সাথে রং-এর উৎসবে মাতল সুন্দরবনবাসী ম্যানগ্ৰোভ গাছের সাথে রং মাখামাখি করে দোল উৎসব পালন করলো সুন্দরবনবাসী। স্কুলের বিভিন্ন বয়সের পড়ুয়া এবং ম্যানগ্ৰোভের কাজে যুক্ত পরিবারের সদস্যরা মহা ধুমধাম করে দিনটি পালন করেছে । রবিবার সাতসকালে এই অভিনব রং-এর উৎসব পালিত হয় বাসন্তী থানার হরেকৃষ্ণপুর গ্ৰামে। মানুষের সঙ্গে মানুষের নয়, মানুষের সঙ্গে ম্যানগ্ৰোভের রং-মিলনতি উৎসব হবে সেই কথা আগেই মুখে মুখেই রটিয়ে দিয়ে ছিলেন পরিবেশ চিন্তাবিদ ও সমাজকর্মী রাজনারায়ণ মন্ডল। নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী বিভিন্ন বয়সের মানুষজন, গৃহবধূ, যুবতী, কিশোরী এবং কচিকাচা-রা রং বেরঙের থালা হাতে জড় হয় বিদ্যা নদীর পাড়ে। রাজনারায়ণ বাবুর উদ্যোগে ছাত্রছাত্রীরা ভরা কোটালের জোয়ারের জলে নেমে বিভিন্ন ম্যানগ্ৰোভকে নানান রংয়ের রাঙিয়ে তোলে। গাছের সঙ্গে কোলাকুলিও করে তারা, দুষ্টুমিষ্টি মুচকি হাসিতে গাছকে যে-কোনও উপায়ে রক্ষা করার প্রতিশ্রুতিবদ্ধ হয়। ঘটনাটি দেখতে আশপাশের গ্ৰামের অসংখ্য মানুষজন হাজির হয়েছিলেন বিদ্যানদীর পাড়ে। ম্যানগ্ৰোভ দোল উৎসবের এই শুভক্ষণ মেতে উঠেছে মহিলাদের উলুধ্বনি ও কা৺সর-ঘন্টায়। #south24pargana #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?