South 24 PGS : তৃণমূল ও বিজেপির সংঘর্ষ মাথা ফাটলো বিজেপি কর্মীর

South 24 PGS : তৃণমূল ও বিজেপির সংঘর্ষ মাথা ফাটলো বিজেপি কর্মীর

Jul 10, 2023 - 13:09
 0  3

ভোট মিটে গেলেও এখনো যেন রক্ত স্রোত থামছে না জেলাতে। জেলা জুড়ে যেন রক্ত প্রবাহ চলছে। ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনা জেলার মাধবনগর গ্রামে কলোনি পাড়ার ১৮৯ নম্বর বুথে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় 10 থেকে 12 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকেরা। সূত্র মারফত খবর, গতকাল শনিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পাথরপ্রতিমার ১৮৯ নম্বর বুথে শাসক দলের কর্মী সমর্থকরা ছাপ্পা ভোট দিচ্ছিল সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছায় ও প্রতিরোধ গড়ে তোলে। তার জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া। ওই বুথে পুনরায় নির্বাচন করানোর জন্য রাজ্য নির্বাচন কমিশনার কাছে দাবী জানান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে পাথরপ্রতিমার মাধবনগরের কলোনি পাড়া এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের আরও দাবি যে যখন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা পাথরপ্রতিমা হসপাতলের দিকে যাচ্ছিল সেই সময় পুলিশ তাদের পথ আটকায় এবং পুলিশ তাদেরকে বেধড়ক মারধর করে। এমনকি মহিলা পুলিশ না থাকার সত্ত্বেও মহিলাদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে পুরুষ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা এলাকা। শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ তুলে শাসক দল। এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। #breakingnews #newstoday #south24pargana #patharpratima #westbengal #panchayatelection #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow