South 24 pgs : চাম্পাহাটিকে যানজট মুক্ত করতে হতে চলেছে রেল ওভার ব্রিজ : U Bangla TV

South 24 pgs : চাম্পাহাটিকে যানজট মুক্ত করতে হতে চলেছে রেল ওভার ব্রিজ : U Bangla TV

Feb 2, 2024 - 19:29
 0  7

দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর চাম্পাহাটি স্টেশন সংলগ্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা নতুন উড়ালপুল। যার ফলে সুবিধা হবে কয়েক লক্ষ মানুষের । প্রতিদিন যাতায়াতে সাধারণ মানুষ থেকে অসুস্থ রোগী কে নাজাহাল হতে হয়। বহু বছর ধরে যানজট যন্ত্রণায় ভুগছে চাম্পাহাটি বাসী সহ বিস্তীর্ণ এলাকার মানুষ, তার কথা চিন্তা করে শুক্রবার সকালে বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, বিধানসভার স্টিয়ারিং কমিটির সদস্যরা এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের চিপ ইঞ্জিনিয়ার পলাশচন্দ্র শ্যাম আজ চাম্পাহাটি রেল উড়াল পুলের প্রস্তাবিত পরিকাঠামো স্বচক্ষে দেখতে এসেছেন। পরিদর্শন করলেন সেই সমস্ত এলাকায় যেখান দিয়ে আর ও বি উঠবে এবং নামবে। তাছাড়া চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান অসিত বরণ বলেন, দীর্ঘদিনের সাধারন মানুষের সমস্যা তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন,আজ তার সুরাহা হতে চলেছে । অত্যন্ত খুশি এলাকার সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলের প্রত্যেকেই । তাছাড়া পথ চলতি মানুষ তারাও দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে রেহাই পাবে, তাদের এই স্বপ্নের রেল ওভার ব্রিজ তৈরি হলে । #south24pargana #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow