South 24 Pargana : হ্যামরেডিও সৌজন্যে ১৫ বছর পর সন্ধান পাওয়া গেলো নিখোঁজ ব্যক্তির
South 24 Pargana : হ্যামরেডিও সৌজন্যে ১৫ বছর পর সন্ধান পাওয়া গেলো নিখোঁজ ব্যক্তির
মাউন্ট এভারেস্টের পাদদেশ থেকে চড়াই উৎরাই পথ পার হয়ে সীমান্ত পেরিয়ে গত ১৫ বছর আগে এদেশে ঢুকেছিল। বছর ৫২ এর জান বাহাদুর বাড়ি, নেপালের সরলাই জেলার লাল ভিটি এলাকায়। ১৫ বছর আগে নেপালের কাঠমন্ডু তে গিয়েছিলেন ডাক্তার দেখাতে সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি। দীর্ঘ প্রায় সাত মাস ছিলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে। মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি একটি স্বেচ্ছাসেবী সংগঠন নজরে আসে। সমাজসেবী সুশান্ত ঘোষ হ্যাম রেডিও যোগাযোগ শুরু হয়। দীর্ঘ সাত মাস তাকে সুস্থ সেবা করেন স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরা। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নেপালি দূতাবাসের সলিটারি জেনারেল সতিস থাপা হিঙ্গলগঞ্জ -এ এসে তাকে নিয়ে তারপর তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দীর্ঘ ১৫ বছর পরে হারানো স্বামীকে ফিরে পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে পরিবার।
What's Your Reaction?