South 24 Pargana : সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি তে কঠিন লড়াই শশুর জামাইয়ের

South 24 Pargana : সিপিএমের দুর্ভেদ্য ঘাঁটি তে কঠিন লড়াই শশুর জামাইয়ের

Jun 24, 2023 - 16:46
 0  5

পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শ্বশুর জামাইয়ের প্রতিদ্বন্দ্বিতায়। রায়দিঘি বিধানসভার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের ১লা ঘেরী গ্রামের ২৭৩ নম্বর বুথ টি জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সিপিআইএম এর শক্ত ঘাঁটি। ৪৫ বছর ধরে আজও ওই বুথে সিপিএমকে হারাতে পারেনি কেউ। বর্তমানে ভোটের রসায়ন অন্যরকম হওয়ায় ওই ২৭৩ বুথটিতে এখন কঠিন লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জামাই সুষেন জিৎ মন্ডলের সঙ্গে তার শশুর ভারতীয় জনতা পার্টির প্রার্থী ৩ নং ঘেরীর ২৭৬ বুথের বাসিন্দা পালান পাইকের। শশুর পালান পাইক ছিলেন নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতে সিপিএম জামানায় দুবারের প্রাক্তন প্রধান। শশুর পালান পাইক বর্তমান শাসকদলের অন্যায় অত্যাচার দেখে, আর সিপিআইএম দলের কোন আন্দোলন নেই দেখে, বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। বিজেপির প্রার্থীর মেয়ে তথা তৃণমূল প্রার্থীর স্ত্রী হওয়ার সুবাদে পড়েছেন চরম বিভ্রান্তিতে। তবে দ্যার্থহীন ভাষায় শ্বশুর জানিয়েছেন এ লড়াই জামায়ের বিরুদ্ধে লড়াই নয়, এ লড়াই হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই, ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই। তাই জামাই- জামাইএর জায়গায় থাকবে, আত্মীয় আত্মীয়ের জায়গায় থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। অন্যদিকে তৃণমূল প্রার্থী শসিনজিৎ মন্ডল জানিয়েছেন শশুর শশুরের জায়গায় থাকবে তিনি সম্মানীয় মানুষ কিন্তু আমার লড়াই বিজেপির বিরুদ্ধে, মমতার উন্নয়নের স্বার্থে লড়াই, মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার এই প্রার্থী হওয়া। সেখানে শশুর কিংবা অন্য প্রার্থী হলে একই চোখে তিনি দেখতেন, আত্মীয়তার কোন অসম্মান হবে না। #newstoday #banglanews #news #tmc #bjp #cpim #panchayatelection  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow