South 24 Pargana : "তৃণমূলের নেতাদের ভিখারীর দশা" এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার

South 24 Pargana : "তৃণমূলের নেতাদের ভিখারীর দশা" এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার

Jun 24, 2023 - 19:16
 0  7

মনোনয়নপত্র জমা দেয়ার পর বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই খবর পাওয়ার পর শনিবার দক্ষিণ 24 পরগনার কুলতলী বিধানসভার মেরিগঞ্জ দু'নম্বর গ্রামে পৌঁছান। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বিকেলে তিনি কুলতলী বিধানসভার মেরিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থীদের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। কথা বলার পাশাপাশি সবরকম সাহায্যর আশ্বাস দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি প্রার্থীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দলের হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই শাসক দলের কর্মী-সমর্থকেরা তাদের বাড়িতে হামলা চালায় এবং বাড়িতে লুটপাট করে। এমনকি আগ্নেয়াস্ত দেখিয়ে প্রাণে মারা রোগ হুমকি দেয় শাসকদলের দুষ্কৃতীরা। এই বিষয় নিয়ে বিজেপির রাজ্য কমিটির কাছে সাহায্যের জন্য দারস্ত হন বিজেপি প্রার্থীরা। এরপর বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থীদের বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, যে নির্বাচন কমিশন বলে কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। এখন রাজ্যের নির্বাচন কমিশন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের ভান্ডার শূন্য তাই কেন্দ্রের পাঠানো টাকায় রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিচ্ছে। "কার্য তো পরের ধনে পোদ্দারি করছে "। স্থানীয় নেতা গুলোও কেন্দ্রের পাঠানো টাকায় বড়লোক হয়েছে এমনই গুরুতর অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে রাষ্ট্রপতি শাসন হলেই তবেই নিরপেক্ষ ভোট হতে পারে। কার্যত পুলিশ প্রশাসন বিজেপি প্রার্থীদের কাছে এসে হুমকি দিচ্ছে যে তুমি বিজেপি করছ কেন! এই কাজ করার জন্যই কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশকে দায়িত্ব দিয়েছে। সমস্ত বিষয় রাজ্যের নির্বাচন কমিশনকে জানাবো এছাড়াও রাজ্য পুলিশের বিরুদ্ধে ৫০০০০ টাকার বিনিময়ে প্রতিটি বুথ শাসকদলের প্রার্থীদের জিতিয়ে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করা হচ্ছে। আমরা কেন্দ্রীয় বাহিনী চাইলে রাজ্যের মুখ্যমন্ত্রীর গোসা হয় রাজ্যের এই পুলিশ দিয়ে ভোট করাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর লজ্জা হয় না। এলাকায় বিজেপি প্রার্থীদের বাড়ি ভাঙচুর করে টাকা লুট করে নিয়ে যাচ্ছে এত ভিখারীর দশা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সেটা বলতেই পারত তাহলে বিজেপির তরফ থেকে লঙ্গরখানা খুলে নরনারায়ন সেবা করা হতো। সেখানেই তৃণমূল কংগ্রেসের নেতারা এসে খেতে পারত তৃণমূল কংগ্রেসের নেতারা খেতে পারছে না। গণতন্ত্র বলে এখানে কিছু নেই। এমনই কড়া ভাষায় রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কুলতলী দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট আসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সেখানেও বিজেপি কর্মী সমর্থক ও প্রার্থীদের সঙ্গে তিনি দেখা করেন। #newstoday #banglanews #news #south24pargananews #sukantamajumdar #bjp #tmc  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow