Siliguri : দাবদাহ থেকে অবশেষে স্বস্তি : U Bangla TV
Siliguri : দাবদাহ থেকে অবশেষে স্বস্তি : U Bangla TV
সোমবার সপ্তাহের প্রথম দিন সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দেখা নেই সূর্যের। বেলা ১২টা বেজে পার হলেও আকাশের মুখ ভার উত্তরের জেলাগুলিতে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ঠিক সেই মতোই সকাল থেকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হওয়ায় পারদপতন ঘটেছে উত্তরের জেলাগুলিতে। অপরদিকে শিলিগুড়িকে আপাতত ব্রাত্য রেখে বৃষ্টি ঝড়ছে পাহাড়ি অঞ্চলে। উত্তরবঙ্গের একাধিক জায়গার সর্বনিম্ন তাপমাত্রা নেমে পড়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস এমন পরিস্থিতি আরও তিনদিন থাকবে।
What's Your Reaction?