Siliguri : সাতসকালে প্রকৃতি পর্যবেক্ষণে বের হলেম শিলিগুড়ির মেয়র গৌতম দেব : U Bangla TV

Siliguri : সাতসকালে প্রকৃতি পর্যবেক্ষণে বের হলেম শিলিগুড়ির মেয়র গৌতম দেব : U Bangla TV

Jan 4, 2024 - 19:30
 0  1

বৃহস্পতিবার সাতসকালে ফুলবাড়িতে পরিযায়ী পাখি দেখতে এলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। প্রতিবছর শীতকালে কয়েক মাসের জন্য অসংখ্য পরিযায়ী পাখি ভিড় জমায় ফুলবাড়ীর মহানন্দা ব্যারেজের জলাশয়ে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি থাকে শীতের কয়েক মাস। তবে অন্যান্য বছরগুলির তুলনায় এবারে ফুলবাড়ীতে পরিযায়ী পাখির সংখ্যা অনেকটাই কম বলে মনে করছেন গৌতম দেব। তিনি জানান, সম্প্রীতি সিকিমে বন্যা পরিস্থিতির কারণে তিস্তা নদীতে জলস্তর বেড়ে গেছে। ফলে অনেকাংশেই পলিমাটি পাহাড় থেকে নেমে এসে নদীতে জমে যাওইয়ায় জলাশয়ের গভীরতা কমে গিয়েছে। অনেক জায়গায় পরেছে চরও যায়। পাখিরা নিজের মত বসতে না পারায় কমছে সংখ্যায়। পাশাপাশি ফুলবাড়ী ব্যারেজের পারে অবস্থিত পার্কটি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন গৌতম দেব। পার্কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ ব্যাপারে মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান মেয়র। এদিন সকালে ফুলবাড়ী ব্যারেজের চারিদিকে পাখি দেখার পর চারিদিক ঘুরে দেখেন তিনি। এরপর তিনি ফুলবাড়ী থেকে গাজলডবার দিকে রওনা দেন। এদিন গৌতম দেবের সঙ্গে উপস্তিত ছিলেন জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামানিক সহ অন্যান্যরা। #siliguri #siligurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow