Siliguri : ভেজাল খাদ্য সামগ্রী চিহ্নিতকরণের প্রশিক্ষণ শিবির শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে : U Bangla TV

Siliguri : ভেজাল খাদ্য সামগ্রী চিহ্নিতকরণের প্রশিক্ষণ শিবির শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে : U Bangla TV

Jan 18, 2024 - 16:33
 0  3

রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহের অঙ্গ হিসেবে ভেজাল খাদ্য সামগ্রী চেনার পদ্ধতির বিষয়ে সমগ্র শিক্ষা অভিযানের তরফে বিভিন্ন স্কুল গুলোতে সচেতনতা শিবিরের আয়োজন করছে । বৃহস্পতিবার তারই অঙ্গ হিসেবে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে অষ্টম থেকে একাদশ শ্রেণির ছাত্রদের নিয়ে ভেজাল খাদ্য সামগ্রী চিহ্নিতকরণের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন মূলত দুধের মধ্যে অপদ্রব্য মেশানকে কিভাবে সনাক্তকরণ করা সম্ভব তার প্রশিক্ষণ দেওয়া হয় স্কুল পড়ুয়াদের। পরবর্তীতে রান্নায় যাবতীয় মসলায় রঙের মিশ্রণের সনাক্তকরণ পদ্ধতি শেখানো হবে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষক রনজয় দাস, পলাশ চক্রবর্তী, রাজা বৈষ্ণব। এদিন স্কুল শিক্ষক কাঞ্চন তালুকদার বলেন, আমরা ছাত্রদের ভেজাল খাদ্য সামগ্রী চেনার পদ্ধতি প্রশিক্ষণ দিচ্ছি। এক সপ্তাহ ধরে এই কর্মসূচি। #siliguri #siligurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow