Siliguri : বেঙ্গল সাফারি পার্কে নতুন সদস্য, মা হল সাদা বাঘ কিকা

Siliguri : বেঙ্গল সাফারি পার্কে নতুন সদস্য, মা হল সাদা বাঘ কিকা

Jul 17, 2023 - 16:53
 0  2

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে ফের আগমন ঘটল নতুন অতিথির৷ বেঙ্গল সাফারি পার্কের মধ্যমণি এখন সাদা বাঘ কিকা। প্রথমবার মা হল কিকা। শিলা ও স্নেহাশিস কন্যা কিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদরকরে এই নামই দিয়েছিলেন। দেখতে দেখতে সেই কিকা বড় হয়ে গিয়ে এবার প্রথমবার মা হল৷ সাফারি পার্ক সুত্রে জানা গিয়েছে চলতি মাসের ১২ তারিখ দুটি সন্তানের জন্ম দেয় কিকা। তার মধ্যে একটি মৃত সন্তান প্রসব করে কিকা। বর্তমানে কিকা ও তার সদ্যজাতকে ২৪ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে। শিলিগুড়ির বেঙ্গল সাফরি পার্কে নানা জীবজন্তুর মধ্যে সকলের নজর কেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ২০১৭ সালে প্রথম দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয় সাফারি পার্কে৷ তাদের নাম শীলা ও স্নেহাশিস। এরপর আনা হয় বিভান নামে আরও একটি টাইগার। পরের বছর ২০১৮ সালে শীলা প্রথমবার অন্তঃসত্ত্বা হয়। তিনটি শাবকের জন্ম দেয় শীলা। সেই শাবক তিনটি হওয়ার পর উচ্ছ্বসিত হয়ে পড়ে পার্ক কতৃপক্ষ। মুখ্যমন্ত্রী নিজেই তিন শাবকের নামকরণ করেন ইকা, রীকা ও কিকা। তিনটি শাবকের মধ্যে একটি ছিল আবার সাদা বাঘ। সাদা বাঘের নাম কিকা। পরবর্তীতে ইকার মৃত্যু হয়। পরে শীলা আরও দুবার সন্তানের জন্ম দেয়। শীলার মোট সন্তান সংখ্যা হয় ৭টি। এবার শীলার প্রথম সন্তান সাদা বাঘ কিকা মা হল। বেঙ্গল সাফারি পার্ক আলো করে এলো নতুন সদস্য। এই নতুন সদস্যকে সুস্থ রাখাটা সাফারি পার্ক কতৃপক্ষের কাছে নতুন চ্যালেঞ্জ৷ এদিকে বেঙ্গল সাফারিতে শীলার সন্তানদের নিয়ে মোট ১০ টি বাঘ ছিল। কিকার একটি সন্তান হওয়ার পর বাঘের সংখ্যা বেড়ে দাড়াল ১১। জানা গিয়েছে মা কিকা ও তার সন্তান ভালো আছে। তাদের স্বাস্থ্যের দিকে পুরো নজর রয়েছে৷ ২৪ ঘন্টা তাদের নজরদারিতে রাখা হয়েছে৷ #breakingnews #newstoday #siliguri #bengalsafari #mamtabanerjee #banglanews #newslive #todaybreaking  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow