Siliguri : ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর : U Bangla TV
Siliguri : ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর : U Bangla TV
চলতি বছরেই শিলিগুড়ি শহরের ফুসফুস ফুলেশ্বরী ও জোড়াপানি নদীর সংস্কারের উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর।বুধবার সকালে সেই উদ্দেশ্যে ফুলেশ্বরী ও জোড়াপানি নদী পরিদর্শন করলেন রাজ্যের সেচ মন্ত্রি পার্থ ভৌমিক।সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগম এলাকার ৩৬ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালির জোড়াপানি সেতু থেকে পরিদর্শন শুরু করেন তিনি।এরপর সুভাষপল্লী ও শেষে ডাবগ্রাম এলাকায় ফুলেশ্বরী নদী পরিদর্শন করেন।সেতু থেকে নদীর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।পরিদর্শনের পর মন্ত্রী জানান,শিলিগুড়ি শহরের গুরুত্বপূর্ণ এই দুই নদী চলতি বছরে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।বছর শেষে নদী গুলির আগের হাল ফিরানোর ব্যবস্থা করা হবে। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?