Siliguri : পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ : U Bangla TV
Siliguri : পাচারের আগেই উদ্ধার লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ : U Bangla TV
পাচারের আগেই কন্টেনার বোঝাই বার্মাটিক কাঠ উদ্ধার করল বনদপ্তর। রবিবার সকালে ঘোষপুকুর ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের মহম্মদ বক্স মোড় এলাকায় কন্টেনারটি আটক করে ওই কাঠ উদ্ধার করে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। কাঠের কোনো বৈধ কাগজ না থাকায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে বনদপ্তর। গাড়ির চালকের নাম ওয়াসিম খান। ধৃত চালক হরিয়ানার বাসিন্দা। বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সোনাম ভুটিয়া জানান, তাদের কাছে গোপন সূত্রে খবর আসে একটি কন্টেনার করে বার্মাটিক কাঠ পাচারের উদ্দ্যেশ্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই অনুযায়ী তারা শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের মহম্মদ বক্স মোড় এলাকায় নাকা চেকিং করেন । নাকা চেকিং করার সময় একটি কন্টেনার আটক করা হয়। চালকের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তা দেখাতে পারে নি। এই কাঠ অরুণাচল থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার চক্রে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর। #siliguri #siligurinews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?