Siliguri : নাটকের জন্য হাঁটুন এই বার্তা নিয়ে শিলিগুড়ি নাট্য মেলা সূচনা : U Bangla TV
Siliguri : নাটকের জন্য হাঁটুন এই বার্তা নিয়ে শিলিগুড়ি নাট্য মেলা সূচনা : U Bangla TV
নাটকের মাধ্যমে তুলে ধরা হয় সমাজের বিভিন্ন কুসংস্কার থেকে নারী নির্যাতন বা রাজনৈতিক হাল-হাতিক, সেই নাটক এখন বিলুপ্তের পথে। এক সময় নাট্য ব্যক্তিদের তুলে ধরা নাটক শোরগোল ফেলতো গোটা সমাজে। সেই নাট্যত্ব ব্যক্তি ও নাটকের ধারাকে বজায় রাখতে শিলিগুড়িতে আয়োজিত হচ্ছে সাত দিনব্যাপী শিলিগুড়ি নাট্য মেলার। সোমবার বছরের প্রথম দিন নাটকের জন্য "হাঁটুন" এই স্লোগান তুলে নাট্যত্ব ব্যক্তি সহ নাটক প্রিয় মানুষদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এছাড়াও শোভাযাত্রায় পা মেলান শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। উল্লেখ্য আগামী ২রা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি শিলিগুড়ি তথ্যকেন্দ্রে একগুচ্ছ নাটক নিয়ে পালন করা হবে নাট্যমেলার। কার্যত উদ্যোক্তারা জানান শিলিগুড়ি নাট্য মেলা ইতিমধ্যে শোরগোল ফেলেছে শহর জুড়ে। অধিকাংশ টিকিটেরই প্রায় বুকিং হয়ে গেছে। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?