Siliguri : "টক টু মেয়র"এ জল সমস্যার কথা মেয়রকে জানালেন শহরবাসী
Siliguri : "টক টু মেয়র"এ জল সমস্যার কথা মেয়রকে জানালেন শহরবাসী
জল পরিশেবা নিয়ে বিপাকে শিলিগুড়ি পুরসভা।ক্ষোভের মুখে স্থানীয় থেকে বিরোধীদের।শনিবারের "টক টু মেয়র" কর্মসূচিতেও সেই একই জল সমস্যার কথা মেয়রকে তুলে ধরলেন শহরবাসী। তবে রবিবার থেকে শিলিগুড়ি শহরের পানীয় জল পরিষেবা স্বাভাবিক হতে শুরু করবে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়ি শহরের তীব্র জলকষ্টের কথা তিনি মেনে নিয়েছেন। তবে এই সমস্যা সমাধানের জন্য পুরসভা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছিল তার ৮০ শতাংশ কাজ হয়ে গিয়েছে বলেও তিনি জানান। তবে এই সমস্যার জন্য তিনি বামেদের দায়ী করেছেন। মেয়রের অভিযোগ, বলেন বিগত বোর্ডিং বামেরা দীর্ঘদিন বামেরা ক্ষমতায় ছিল। তারা জল প্রকল্প তৈরীর ক্ষেত্রে অনেক কিছুই খেয়াল রাখেনি। বিকল্প জলাধার তৈরি করেনি। সেই কাজ এখন আমাদের করতে হচ্ছে। #siliguri #goutamdeb #westbengal #breakingnews #newstoday #newslive #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?