SIliguri : জঙ্গলে দেখা মিলছে বিরল বন্যপ্রাণীর : U Bangla TV
SIliguri : জঙ্গলে দেখা মিলছে বিরল বন্যপ্রাণীর : U Bangla TV
সম্প্রতি বক্সার জঙ্গলে দেখা মিলছে এই বিরল বন্যপ্রাণীর।অত্যন্ত হিংস্র স্বভাবের এই প্রাণীর নাম ইন্ডিয়ান ঢোল বা বন্য কুকুর।দলবদ্ধভাবেই এরা জীবনযাপন করে।শিকার একইভাবে করে থাকে।বক্সায় বাঘ আনার পরিকল্পনার অঙ্গ হিসেবে বক্সার বাঘবনে প্রচুর পরিমাণে চিতল হরিণ ছাড়া হচ্ছে। যারফলে অন্য মাংসাশী বন্যপ্রাণীদের খাদ্যভাণ্ডারও সমৃদ্ধ হয়েছে। যেহেতু ইন্ডিয়ান ঢোলরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে এবং শিকারকে চারদিক থেকে ঘিরে ধরে আক্রমণ করে কাবু করে, তাতে চিতল হরিণদের মতো সহজ শিকার বুনো কুকুরদের জন্যে আদর্শ বলে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বুনো কুকুর কয়টি রয়েছে তা জানতে আরও ট্র্যাপ ক্যামেরা বসাতে চলেছে বন দফতর।তবে বন দফতরের তরফে পর্যটকদের উদ্দেশ্যে বলা হয়েছে কুকুর ও নেকড়ের সংমিশ্রণের কোনও প্রাণী দেখলে সতর্ক থাকতে।বিষয়টি বনকর্মী ও গাইডদের জানাতে হবে।অযথা জঙ্গলের ভেতর চিৎকার চেঁচামেচি করা যাবে না।এই বিষয়ে ডিএফডি প্রবীণ কাসওয়ান জানান,"বক্সা একটি বৈচিত্র্যময় জঙ্গল।ইন্ডিয়ান ঢোল এই কারণেই দেখা যাচ্ছে।তাদের বনকর্মীরা সব এলাকায় টহল দেয়।যেহেতু প্রাণীটি হিংস্র তাই সতর্ক সকলকেই থাকতে হবে।"এই প্রাণীদের দেখলে ভয় পায় পশুদের রাজা সিংহ।বিশেষত মানুষের উপস্থিতি টের পাওয়ামাত্রই তারা গা-ঢাকা দেয়। একটি পূর্ণ বয়স্ক ইন্ডিয়ান ঢোলের ওজন পনের কেজি। দলবদ্ধ ভাবে থাকার কারণে একবার তাদের খপ্পরে পড়ে গেলে মুক্তি পাওয়া মুশকিল। শুধুমাত্র ঘ্রাণশক্তির উপরে নির্ভর করেই এই বুনো কুকুররা অব্যর্থ ভাবে শিকার করে। এদের খাদ্য তালিকায় রয়েছে হরিণ, বুনো শুয়োর ও বাইসনের মতো তৃণভোজীরা। যার প্রাচুর্য রয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। #banglanews #newstoday #siliguri #siligurinews @ubanglatvofficial
What's Your Reaction?