Siliguri : চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি : U Bangla TV
Siliguri : চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি : U Bangla TV
প্রতিটি চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হবে আলিপুরদুয়ার প্যারেড গ্ৰাউণ্ড ময়দানে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রী জানান ইতিমধ্যে জমি অধিগ্ৰহণ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি মিলে এখন তেরো হাজার শ্রমিককে পাট্টা দেওয়া হচ্ছে । । বাকি শ্রমিকদের শীঘ্র পাট্টা দেওয়া হবে । এছাড়া যাদের পাট্টা দেওয়া হচ্ছে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে ঘর তৈরির জন্য। আলিপুরদুয়ারে ছয় হাজার চারশো বেশি পাট্টা আজকেই দেওয়া হচ্ছে।এদিন মুখ্যমন্ত্রী জানান যেসমস্ত চা বাগান বন্ধ হয়েছে সেই সমস্ত চা বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে । এছাড়া বন্ধ চা বাগানে পানীয় জল,স্ব্যাস্থ পরিষেবা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন একশ দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের অনেক টাকা কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। বাংলার মানুষের হকের টাকা কেন্দ্র আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী জানান তিনি দীল্লি যাবেন এই বিষয়ে। #siliguri #siligurinews #newstoday #banglanews #westbengal #mamatabanerjee @ubanglatvofficial
What's Your Reaction?