Siliguri : ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভবকরা : U Bangla TV

Siliguri : ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভবকরা : U Bangla TV

Jan 31, 2024 - 18:51
 0  2

ফের শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়িতে হাতির হানা। এবার ক্ষোভে স্কুলে তালা ঝুলিয়ে দিল অভিভাবকেরা। পড়ুয়াদের নিয়ে মাঠেই ক্লাস শুরু করলেন শিক্ষিকারা। শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি নেপালি প্রাইমারি স্কুলে লাগাতার হাতির হানা চলছেই। মিড ডে মিল এর ঘর ভেঙে সেখান থেকে চাল, ডাল খেয়ে যাচ্ছে হাতি। এর জেরে মঙ্গলবার থেকেই স্কুলে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে রয়েছে। মঙ্গলবার রাতেও স্কুলের কাছে হাতি আসে। স্কুলে এভাবে হাতির হানা চলতে থাকায় আতঙ্কে স্কুলে বাউন্ডারি ওয়ালের দাবি করে আসছেন অভিভাবকেরা। অবিলম্বে বিডিওকে স্কুলে আসার দাবি করেছেন অভিভাবককেরা। বুধবার সকালে বাউন্ডারি ওয়ালের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকেরা। এরপর মাঠেই পড়ুয়াদের ক্লাস শুরু করেন শিক্ষিকারা। খবর পেয়ে এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিও স্কুলে যান। কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। পাশাপাশি এদিন ডাবগ্রামের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদারও স্কুলে যান। তিনি জানান, রোজ রাতে এলাকায় হাতির আনাগোনা রুখতে নজরদারি চালাচ্ছে বনকর্মীরা। এদিকে ওই স্কুলে কবে থেকে মিড ডে মিল শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। #siliguri #siligurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow