Siliguri : কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার : U BanglaTV
Siliguri : কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার : U BanglaTV
ফের বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার! এসটিএফ ও নকশালবাড়ি থানার যৌথ অভিযানে ফের উদ্ধার হল ১কেজি ব্রাউন সুগার। ঘটনায় গ্ৰেপ্তার করা হয় ১ ব্যক্তিকে। ধৃতের নাম মাতলু শেখ। ধৃত মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর ভিত্তিতে নকশালবাড়ির সাতভাইয়া এলাকার এশিয়ান হাইওয়ে -২ জাতীয় সড়কে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে এসটিএফ ও নকশালবাড়ি থানার পুলিশ। আটক ব্যক্তির তল্লাশি চালিয়ে ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তি ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্য কালিয়াচক থেকে নকশালবাড়িতে নিয়ে এসেছিল। পরে ধৃতকে গ্ৰেপ্তার করে নক্সালবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্ত নামবে নকশালবাড়ি থানার পুলিশ । উদ্ধার হওয়া মাদকের মূল্য কোটি টাকা বলে জানা গিয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার ফাঁসিদেওয়ার কমলা চাবাগান সংলগ্ন জাতীয় সড়কে এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে চারচাকার গাড়ি আটক করে ২০০ গ্রাম ব্রাউন সুগার ও ৩লক্ষ টাকা সহ ৩ যুবককে গ্রেফতার করা হয়
What's Your Reaction?