Siliguri : কনকনে ঠান্ডা অনুভব করছে উত্তরবঙ্গবাসী : U Bangla TV
Siliguri : কনকনে ঠান্ডা অনুভব করছে উত্তরবঙ্গবাসী : U Bangla TV
কনকনে ঠান্ডা অনুভব করছে উত্তরবঙ্গবাসী। জলপাইগুড়ি সহ শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার সকাল থেকেই কুয়াশা চাদরে মোড়া গোটা এলাকা। ঠান্ডায় জুবুথুবু সকলে। রাস্তায় বার হয়ে মানুষজন আগুনের তাপ নিচ্ছে তেমনি দৃশ্য ফুটে উঠছে জলপাইগুড়ি ও শিলিগুড়িতে। রাস্তায় বেরোলে কুয়াশার জন্য মাথা ও শরীর ভিজে যাচ্ছে প্রায় বৃষ্টির মতন মনে হচ্ছে। এদিন সকালে অন্যান্য দিনের চেয়ে অনেকটাই শুনশান ছিল শহর শিলিগুড়ির রাস্তাঘাট। একে কনকনে ঠান্ডা থেকে রেহাই পেতে সকাল সকাল অনেক পথচারীকে দেখা যায় শীতের ভারী পোশাক পড়ে ঠান্ডা থেকে রেহাই পেতে আগুনের তাপ নিতে। #siliguri #siligurinews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?






