Siliguri : উল্টো রথের অভিনব রথযাত্রা শিলিগুড়ি তরুণ সমাজের
Siliguri : উল্টো রথের অভিনব রথযাত্রা শিলিগুড়ি তরুণ সমাজের
এখান থেকে ওখানে যাতায়াতের জন্য কমবেশি সবাই ভরসা করি রিস্কাওয়ালাদের ওপর। ঝড় বৃষ্টির বা তোখড় রোদে প্যাডেল মেরে শহরের এখান থেকে ওখানে সবারি নিয়ে শহরে চলাফেরা করে থাকেন রিস্কা চালকেরা। তবে রিস্কা চালকদের উল্টো রথে বিশেষ সন্মান দিতে এগিয়ে এলো শিলিগুড়ি তরুণ সমাজ। উল্টো রথের দিন শিলিগুড়ি কলেজ পাড়া চিলড্রেন পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে করানো হলো রিক্সা চালকদের সাওয়ারি করে। এদিন রিস্কা চালকের দায়িত্ব পালন করল শিলিগুড়ি তরুণ তরুণীরা। প্রায় কয়ক বছর রিস্কা চালককে রিস্কায় বসিয়ে শহর ঘুরানো হয় শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে। পাশাপাশি এই বিশেষ সম্মান পেয়ে আপ্লুত বহুল দিন ধরে রিস্কা পেশার সাথে যুক্ত চালকেরা। কোনদিন হয়তো কল্পনাও করতে পারেননি নিজেদের গাড়িতে চালক হিসেবে নয় সবারি হিসেবেই শহর পরিক্রমা করার এমন সৌভাগ্য জুটবে কপালে। তবে স্বপ্নকে বাস্তবে রুপ দিতে এগিয়ে এলো শিলিগুড়ির তরুণ-তরুণীরা। যুবসমাজের এমন উদ্যোগে বেশ খুশি রিস্কা চালক থেকে শহরের আম জনতাও। #newstoday #banglanews #news #siliguri #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?