Sikkim| পাহাড়ি তিস্তা নদীর উপর সিকিমের চুংথাং বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ | U Bangla TV
Sikkim| পাহাড়ি তিস্তা নদীর উপর সিকিমের চুংথাং বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ | U Bangla TV
পাহাড়ি তিস্তা নদীর উপর সিকিমের চুংথাং বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ করে উদ্বোধন করা হল
সিকিম: সিকিমে বাঁধ ভাঙা বিপর্যয়। তিস্তার প্লাবনের কথা কেউ ভোলেনি। বহু প্রাণ চলে যাওয়া থেকে শুরু করে ব্যাপক ক্ষয়ক্ষতি ও সিকিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মত ঘটনা ঘটেছে।
অবশেষে ভারতীয় সেনাবাহিনী এবং বর্ডার রোড অর্গানাইজেশন পাহাড়ি তিস্তা নদীর উপর সিকিমের চুংথাং বেইলি ব্রিজ তৈরি সম্পূর্ণ করেছে।
ত্রিশক্তি কর্পস ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস বিআরও-এর সহায়তায় চুংথাং-এ তিস্তা নদীর উপর বেইলি ব্রিজ তৈরি করে। সিকিমের বিপর্যয়ে উত্তর সিকিমের বন্যা দুর্গত একাধিক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই সেতু তৈরী হওয়ায় অবশেষে সেই অঞ্চলগুলি মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হল। মুলত চলতি বছরের গত ৩ অক্টোবর ভয়াবহ বিেযয়ে এই সেতুটি ধসে গিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে চুংথাংয়ের একাধিক বন্যা দুর্গত অঞ্চল। নতুন এই বেইলি সেতু তৈরী হওয়ায় এবার যানবাহন চলাচলের জন্য এবং এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহের পথ প্রশস্ত হল। সেনাবাহিনীর দাবি ২০০ ফুট দৈর্ঘ্যের এই বেইলি সেতুটি নিজেই একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। কারণ এটি সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ভারী একক স্প্যান। বেইলি সেতু তৈরি করতে চব্বিশ ঘন্টা কাজ করে বিআরও। প্রাথমিকভাবে কংক্রিট নির্মাণ করে এবং তারপরে ত্রিশক্তি স্যাপারসের সেতু নির্মাণ করতে প্রায় পাঁচ দিন সময় লেগেছিল। ভারতীয় সেনা, বিআরও এবং বেসামরিক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সিকিম সরকারের সড়ক ও সেতুমন্ত্রী সামদুপ লেপচা সেতুটির উদ্বোধন করেন।
এই ব্রিজিং অপারেশনের জন্য ত্রিশক্তি কর্পস এবং বিআরও-এর ইঞ্জিনিয়ার ট্রুপস এবং বেশ কয়েকটি ভারী আর্থ মুভিং প্ল্যান্ট নিযুক্ত করা হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে যে এটি জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বদা তাদের প্রয়োজনের সময়ে দেশের জনগণের সাথে মাথা উঁচু করে দাঁড়ায়। সেনাবাহিনীর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষগুলি জানানো হয়েছে।
What's Your Reaction?