Sikkim : উপচে উঠেছে নদীর বুক : U Bangla TV

Sikkim : উপচে উঠেছে নদীর বুক : U Bangla TV

Jun 24, 2024 - 17:24
 0  5

বন্যার জলে উপচে উঠেছে নদীর বুক। উত্তর সিকিমের এমনই এক খরস্রোতা নদীর ওপর সেতু মেরামতের কাজ করে চমকে দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানরা।প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের সীমান্ত এলাকায় থাকা গ্রামগুলি অন্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সেখানকার মানুষদের অন্য এলাকার সঙ্গে যুক্ত করার জন্য ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়াররা পায়ে হেঁটে যাওয়ার জন্য ১৫০ ফুটের একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছেন।জিমা নদীর প্রবল জলস্রোত ও প্রচণ্ড হাওয়াকে উপেক্ষা করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ব্রিজটি তৈরি করেন ত্রিশক্তি কর্পসের সেনা জওয়ানরা।এই সীমান্ত গ্রামগুলি প্রবল বৃষ্টির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পেরে উত্তর সিকিমের গ্রামের বাসিন্দারা স্বস্তি পেয়েছেন বলে জানা গিয়েছে।এই ব্রিজটি এখন সেই অঞ্চলগুলির সঙ্গে সংযোগ পুনঃস্থাপন করবে এবং লোকেদের চলাচল এবং স্থানীয়দের ত্রাণ সামগ্রী সরবরাহের সুবিধা দেবে, কর্মকর্তারা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow