Purulia : মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা গড়াতে U Bangla TV

Purulia : মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা গড়াতে U Bangla TV

Dec 26, 2023 - 18:59
 0  5

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে আসছেন দেবী সরস্বতী। মৃৎশিল্পীরা ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিমা তৈরিতে। এখন চলছে বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ। পুরুলিয়া জেলার বরাবাজার ব্লকের অন্তর্গত মানপুর গ্রামের মৃৎশিল্পী পশুপতি কুম্ভকারের কারখানায় চলছে ছোট-বড় বিভিন্ন সাইজের প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে চলেছেন।মৃৎশিল্পী পশুপতি কুম্ভকার জানান,সামনে সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা বানাচ্ছি। সারা বছর বিভিন্ন প্রতিমা তৈরি করি। এবার বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা তৈরি করেছি। তবে ঠাকুর তৈরি ও তার সাজসজ্জার যে কাঁচামাল তার দাম বেড়েছে। ফলে ঠাকুর তৈরির খরচ অনেকটাই বেড়েছে।দুই মাস আগের থেকে প্রতিমা তৈরীর প্রস্তুতি নিতে হয় আমাদের না হলে ঠিক সময় প্রতিমা সম্পূর্ণ করতে পারবো না। এবছর প্রতিমার দাম আছে ৬০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত। আমাদের কারখানা থেকে বিভিন্ন জায়গায় প্রতিমা যায়। #purulia #purulia_status #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow