Purulia : বছর বছর একই রকম ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে পুরুলিয়ার খেলায় চন্ডী মেলা গুলো : U Bangla TV

Purulia : বছর বছর একই রকম ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে পুরুলিয়ার খেলায় চন্ডী মেলা গুলো : U Bangla TV

Jan 17, 2024 - 13:07
 0  2

উৎসব বা মকর মেলা ছোটনাগপুর এলাকা তথা পুরুলিয়ার সাথে সাথে বরাবাজার, বলরামপুর, বান্দোয়ান চিলা, সিন্দরী এলাকাতেও জাতীয় উৎসবে পরিনত। টুসু একপ্রকার লোক উৎসব। এটি প্রচলিত বিশ্বাস ও ধান কাটার আনন্দোৎসবের সমম্বিত রুপ। চাঁওড়ি, বাঁওড়ি, মকর, আখান এই চারদিন হলো উৎসবমুখর দিন।
জেলার প্রাচীন মেলাগুলির মধ্যে অন্যতম খেলাই চণ্ডীর মেলা। প্রতি বছর মাঘ মাসের প্রথম দিন পরুলিয়া জেলার বরাবাজার, বলরামপুর, বান্দোয়ান চিলা, সিন্দরী গ্রামে এই মেলা বসে। একদিনের এই মেলার বিশেষত্ব হল, মেলা বসে দিনের বেলায়। নিয়ম আছে সকাল থেকে উপবাস করে মেলাতে গিয়ে পুকুর থেকে মাটি তুলে মা চন্ডীর কাছে সেই মাটি ফেলা। এই মাটি ফেলে অনেকেই মায়ের কাছে মানদ করেন এবং ওই ব্যক্তির মনস্কামনা পূর্ণ হলে মায়ের কাছে গন্ডী কাটেন। মায়ের কাছে তুলে ধরেন মাটির তৈরি হাতি ঘোড়া। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় প্রত্যেকটি এলাকাতেই। মেলা প্রাঙ্গণে বসে বিভিন্ন দোকানপাট এবং মেলার অন্য প্রান্তে চলে মোরগ লড়াই। শুধু তাই নয় সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে পুরুলিয়ার টুসু গান, এছাড়াও পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নিত্য তো আছেই। দূর দূরান্ত থেকে মানুষ এসে আনন্দ উপভোগ করেন এই খেলায় চন্ডীর মেলাগুলোতে। #purulia #purulianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow