Purulia : জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : U Bangla TV
Purulia : জঙ্গলমহল সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : U Bangla TV
সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে পুরুলিয়া এসে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উপভোক্তাদের সরকারি পরিষেবা প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার দুপুর একটা নাগাদ আকাশ পথে শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে এসে পৌঁছান এবং এসেই বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।এদিন প্রশাসনিক সভা মঞ্চ থেকে নানান বিষয়ের বক্তব্য রাখেন।সেই সাথেই "আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। ফরেস্টের জমি আদিবাসীদের হাতেই থাকবে।"এমনি আইন রয়েছে বলে জানান তিনি।এছাড়াও পুরুলিয়া সফরে এসে পুরুলিয়া জেলার বিভিন্ন রাস্তার উন্নয়নের বরাদ্দকৃত অর্থের ঘোষণাও করেন তিনি। আদিবাসী ও কুড়মি জাতির মধ্যে ঝামেলা লাগাতে চাননি, তাই প্রকাশ্য মঞ্চ থেকে কুড়মিদের এস টি তালিকাভুক্ত বাদ দিয়ে সমস্ত দাবি পূরণের আশ্বস দেন মুখ্যমন্ত্রী।শুধু তাই নয় সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রায় ৭০০ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে ও ২৫১৫ কোটি পানীয় জল প্রকল্পের জন্য দেওয়া হয়েছে।প্রশাসনিক সভায় লক্ষীর ভান্ডার প্রাপক মহিলারা ধন্যবাদ লেখা প্লেকার্ড আর স্কুল ছাত্রীরা কন্যাশ্রী প্লে কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে। সভাশেষে মুখ্যমন্ত্রীর সাথে জাতীয় সংগীতে মুখরিত হয়ে ওঠে গোটা সভাস্থল। #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?