Purulia | এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেনআত্মিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি | U Bangla TV

Purulia | এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেনআত্মিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি | U Bangla TV

Oct 16, 2023 - 15:41
 0  6

এবার পুজোর আগে পুরুলিয়া জেলার শবর এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন হাওড়া টাউন আত্মিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। গত তিন বছর ধরে মানুষের সেবায় রয়েছেন এই সোসাইটি বলে জানান সোসাইটির সদস্যরা। তাদের কাছ থেকে জানা যায় পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত দামোদরপুর পাড়া নির্ভয়পুর সবর পাড়া থেকে শুরু করে অবশেষে পৌঁছায় বরাবাজার কদমপুর প্রাথমিক বিদ্যালয়। আজ রবিবার কদমপুর প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শবর এলাকার ৮ থেকে ৮০ সকল মানুষের মুখে হাসি ফোটালো।  কদমপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চন্দনের ফোঁটা ও উত্তরনি পরিয়ে বরণ করে নেয় সোসাইটির সদস্যরা  । তারপর শুরু হয় বাচ্চাদের নিয়ে নানান অনুষ্ঠান যেমন নৃত্য, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা। সেই সঙ্গে সমস্ত দুস্থ ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা কাপড়, জুতো, বই খাতা, কলম। এবং কদমপুর গ্রামের মহিলা পুরুষ সকলকেই বস্ত্র বিতরণ করলেন সোসাইটির পক্ষ থেকে। জানা যায় ৭০ জন ছাত্র-ছাত্রীকে বই খাতা কলম সহ পোশাক দেওয়া হয়।  উপস্থিত ছিলেন হাওড়া টাউন আত্মিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভায়ন সরকার,  সিদ্ধান্ত ভান্ডারী, কাজল দাস ও পুরুলিয়ার সদস্য লোকনাথ লায়েক,সহ সোসাইটির সকল সদস্যেরা।কদমপুর গ্রামের বাসিন্দারা বলেন এর আগে কোনদিন এইভাবে কেউ আমাদের বস্ত্র বিতরণ করেনি এবং আমাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি আজ বিনামূল্যে আমরা বস্ত্র পেলাম সেই সঙ্গে আমাদের বাড়ির ছেলে-মেয়েদের হাতে বই খাতা কলম তুলে দেওয়াই আমরা খুব খুশি। সোসাইটির এমনই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow