Purulia : সিটিজেন ফোরামের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো : U Bangla TV
Purulia : সিটিজেন ফোরামের উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো : U Bangla TV
পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সিটিজেন ফোরামের উদ্যোগে হয়ে গেল স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। জানা যায় ৩০ জানুয়ারি বরাবাজার এটিম গ্রাউন্ডে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হয়েছিল। সিটিজেন ফোরাম বরাবাজার বাসিকে স্বল্প মূল্য অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন। স্বল্প মূল্যে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত যেতে পারে রোগীদের ।সিটিজেন ফোরামের সভাপতি সজল সেন জানান তিন মাস আগে তিনি বরাবাজারবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বল্পমূল্যে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে। বিভিন্ন রকম জটিলতার জন্য তিন মাস সময় লেগে গেল অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে। ২৪ ঘন্টা পরিষেবা দেবে তাদের এই অ্যাম্বুলেন্সটি । ড্রাইভার হিসেবে থাকছেন সুজন সিং সদ্দার এদিন তার হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন তিনি । অ্যাম্বুলেন্সটি ক্রয় করতে যেসব বরাবাজার বাসি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে তিনি অসংখ্যভাবে ধন্যবাদ জানান। এমার্জেন্সি বিভাগের গেটের সামনে একটি ভাড়ার লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে এবং ওইখানে সিটিজেন ফোরামের ও ড্রাইভার এর মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে বলেই তিনি জানান । তিনি আরো বলেন, যদি অ্যাম্বুলেন্সের লিস্ট থেকে ভাড়া বেশি নেওয়া হয় তাহলে মোবাইল নাম্বারে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে রোগীকে উন্নত চিকিৎসার জন্য আগে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। তারপর তারা সমস্যার সমাধান করবেন । আগে শোনা গেছে অ্যামবুলেন্স ভাড়া ৫০০, হাজার, ২ হাজার টাকা বেশি নেওয়া হতো টাকা আগে না দিলে রোগীকে নিয়ে যেত না বলে অভিযোগও শুনেছেন তারা অনেক রোগীর কাছ থেকে। অক্সিজেনের জন্য আলাদা ভাড়া নিতো কিন্তু তারা অক্সিজেন জন্য কোন ভাড়া ধার্য করেননি অক্সিজেন ফ্রিতে দিয়ে তারা সহযোগিতা করবেন রোগীদের। তাদের অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য যে কোন জায়গায় যাবে তারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে যাবেন। তারা আবারো জানান তারা আরো নতুনত্ব উদ্যোগ নিতে চলেছেন সিটিজেন ফোরাম থেকে #purulia #purulianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?