Purulia | ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃষি আধিকারিক -এর নিকট স্মারকলি | U Bangla TV
Purulia | ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃষি আধিকারিক -এর নিকট স্মারকলি | U Bangla TV
বেশ কয়েক দফা দাবি-দাওয়া নিয়ে শুক্রবার ভারতীয় জনতা পার্টি বরাবাজার ব্লকের এক ও দুই নাম্বার মন্ডলের পক্ষ থেকে বিকাল চার টার সময় বরাবাজার কিষান মান্ডি কৃষি আধিকারিক এর নিকট স্মারকলিপি প্রদান করলেন। বরাবাজারের সমস্ত চাষীদের শস্য বীমা নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পথসভা হয় যা গোটা বরাবাজার শহর পরিক্রমা করে অবশেষে বরাবাজার কিষাণ মান্ডিতে জমায়েত হন। তাদের দাবি গুলি হলো -বরাবাজারের দশটি অঞ্চলে খরা কবলিত ঘোষণা করতে হবে, শস্য বীমার আয়তন আনতে হবে, প্রতিটি কৃষককে মিনিকিট বিজ দিতে হবে, শস্য বীমায় টেকনিক্যাল ভুল সংশোধন করে শস্য বীমার টাকা কৃষককে দিতে হবে, উপযুক্ত কৃষককে ভর্তুকি কৃষি যন্ত্রপাতি সরবরাহ করতে হবে, প্রতিটি কৃষককে বিনামূল্যে সার ও কীটনাশক প্রদান করতে হবে, প্রতিটি কৃষককে কেসিসির আয়তন আনতে হবে আরো বেশ কয়েকটি দাবি নিয়ে তারা বরাবাজার কৃষি আধিকারিক এর নিকট স্মারকলিপি প্রদান করলেন । ভারতীয় জনতা পার্টির বরাবাজার দু'নম্বর মন্ডল সভাপতি নিশাপতি মাহাতো বলেন আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবাজার কিষাণ মান্ডির কৃষি আধিকারিক এর নিকট বরাবাজারের সমস্ত চাষীদের স্বার্থে বেশ কয়েকটি দাবে দাবা তুলে স্মারকলিপি প্রদান করা হলো। আধিকারিক আমাদের আশ্বাস দিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবেন। তবে এই দাবিগুলি যদি না মনে হয় তাহলে আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনে যাব বলে জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির বরাবাজার দু'নম্বর মন্ডল সভাপতি নিশাপতি মাহাতো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেনভারতীয় জনতা পার্টি বরাবাজার 1ও 2 মন্ডলের সভাপতি নিশাপতি মাহাত, মানিক মাহাতো, সাধারন সম্পাদক সঞ্জয় মাহাত,, নীলা মাহাত,মনি মাহাত সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী বৃন্দ।
What's Your Reaction?