Purulia : পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পুরুলিয়ার দুই ভূমিপুত্র : U Bangla TV
Purulia : পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন পুরুলিয়ার দুই ভূমিপুত্র : U Bangla TV
বাঘমুণ্ডির সিঁদরি গ্রামের ৭৯ বছরের দুখু মাঝি ওরফে 'গাছদাদু' পদ্মশ্রী পুরস্কার এবং ওই ব্লকেরই চড়িদা গ্রামের প্রয়াত মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর পাচ্ছেন মরণোত্তর পদ্ম সম্মান ।।বৃহস্পতিবার রাতে এই খবর পেয়ে দুখুর প্রতিক্রিয়া, দিল্লি থেকে ফোনে খবর আসে।। একমাত্র সবুজ বাড়ানোর লক্ষ্যেই ২৫ বছর বয়স থেকে গাছ লাগিয়ে যাচ্ছেন। এই সম্মান পাচ্ছেন শুনে উৎসাহ বেড়ে গেল আরও গাছ লাগানোর।। ইতিপূর্বে জেলা বনদফতরের তরফে তাঁকে সম্মানিত করা হয়।। পুলিশ, প্রশাসনও তাঁকে সম্মানিত করেছে।। টানাটানির সংসার, তবুও দুখুর আনন্দ গাছ লাগানোতেই। বৃদ্ধ বয়সেও সকাল হলেই বন দফতরের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। তাঁর বসানো গাছের চারা কেমন রয়েছে, তা দেখেন। দরকারে বেড়া দেন। ডালপালা ভাঙতে দেখলে লোকজনকে শাসনও করেন। ব্লক প্রশাসন থেকে স্থানীয়দের একাংশও গাছদাদুর নাম পদ্ম সম্মানের জন্য বিবেচনা করতে কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছিলেন। ।তাই এই সম্মানের জন্য তাঁর নাম ঘোষিত হওয়ায় উচ্ছ্বসিত আবেদনকারীদের অন্যতম সিভিক ভলান্টিয়ার দেবাশিস দত্ত।। অন্যদিকে মুখোশ শিল্পীর পাশাপাশি ছৌনাচ শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন নেপাল বাবু।। মাস পাঁচেক আগে তিনি প্রয়াত হন।। তাঁর নাতি কাঞ্চন সূত্রধর বলেন, এই সম্মান তাদের চড়িদার সমস্ত মুখোশ শিল্পীদের মান বাড়াল।। তবে দাদু জীবিত অবস্থায় এই সম্মান পেলে খুশি হতেন।। #purulia #purulianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?