Purulia : দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছেন স্কুল কর্তৃপক্ষ : U Bangla TV

Purulia : দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছেন স্কুল কর্তৃপক্ষ : U Bangla TV

Jan 4, 2024 - 19:41
 0  2

দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যা, বারবার প্রশাসনের কাছে আবেদন করার পরেও মেলেনি কোন সূরাহা। ঘটনা পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত নামাপাড়া বোর্ড প্রাইমারি স্কুলের। দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রশাসনের কাছে বারবার লিখিত আবেদন জমা করা হয়েছে কিন্তু কোন সূরা মেলেনি। জানা যায় স্কুলে একটাই টিউবয়েল সেখান থেকে ট্যাব বসিয়ে জল সরবরাহ করে স্কুল কর্তৃপক্ষ। সেই জল মিড ডে মিলে রান্নার কাছে ব্যবহৃত হয় এবং স্কুল পড়ুয়ারা পানীয় জল হিসাবে ব্যবহার করে কিন্তু গত কয়েক বছর ধরে সেই জল একেবারে দূষিত হয়ে গেছে, জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ‌ স্কুল কর্তৃপক্ষ বলেন এই জল ব্যবহার যোগ্য নয় এই জল বাচ্চারা খেলে অসুস্থ হয়ে পড়বে। জল থেকে দুর্গন্ধ বের হচ্ছে এই জল পান করা একেবারে অযোগ্য এবং এই জলে আমরা স্কুলে মিড ডে মিলে রান্না করার জন্য ব্যবহার করতাম কিন্তু এখন যা অবস্থা এই জল ব্যবহার করলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এবং তার দায়ভার স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে।‌ স্কুলের টিউবওয়েল এর জল দূষিত হয়ে যাওয়ায় আমরা বাইরে থেকে জল নিয়ে এসে মিড ডে মিল রান্না করি তাতে খুব অসুবিধে হয়। তাই স্কুলে যাতে নতুন করে টিউবয়েলের ব্যবস্থা করা হয় তার জন্য বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকর নিকট একটি লিখিত আবেদনের জমা করেছি তিনি জানান যথাশীঘ্র সম্ভব এই জলের সমস্যা সমাধান হবে। তবে স্কুল কর্তৃপক্ষরা আরো বলেন যেহেতু স্কুলে একটি এইমাত্র টিউবওয়েল এবং সেই জল এখন দূষিত হয়ে গেছে তাই ওই জলে স্কুলের মিড ডে মিল রান্না করা যাবে না তাই যতদিন না পর্যন্ত নতুন করে খনন করে টিউবওয়েল তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত মিড ডে মিল বন্ধ রাখা হয়েছে জলের সমস্যা সমাধান হলেই মিড ডে মিল আবার পুনরায় চালু হবে। এই সমস্যার কথা স্কুলের সমস্ত পড়ুয়াদের অভিভাবকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত করা হয়েছে। #purulia #purulia_status #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow