Purulia : আজ থেকে শুরু হলো জীবনের প্রথম পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা : U Bangla TV
Purulia : আজ থেকে শুরু হলো জীবনের প্রথম পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা : U Bangla TV
শুক্রবার থেকে শুরু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা ঘিরে চলতি বছরে বেশ কয়েকটি নিয়ম এসেছে। এগিয়ে এসেছে পরীক্ষার সময়ক্ষণ। ফলে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিশেষ কিছু নিয়ম।পূর্ব নির্ধারিত সূচি বদল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, । পরীক্ষা শুরু হয় বেলা ১০টা থেকে, চলে বেলা ১টা পর্যন্ত। সারা রাজ্যের ন্যায় পুরুলিয়া জেলার বরাবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বরাভূম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বরাবাজার গালর্স হাই স্কুলে পড়েছে মাধ্যমিক পরিক্ষার সেন্টার, পরীক্ষার এডমিট কার্ড, কলম দেখে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে পরীক্ষার হলে। সমস্ত পরীক্ষার্থীদের জন্য রয়েছে পাণীয় জল, লাইট এবং শৌচালয়ের সুব্যবস্থা। তবে পরীক্ষার হলে মোবাইল ফোন, বই, খাতা, ক্যালকুলেটর, বৈদ্যুতিক যন্ত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে এমনকি পরীক্ষা চত্বর এর ক্যাম্পাসে অভিভাবকদেরও প্রবেশ নিষেধ রয়েছে। স্কুলের গেটেই রয়েছে পুলিশ সহায়তা কেন্দ্র। যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার্থীরা কোন সমস্যায় পড়লে পুলিশ সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করা হচ্ছে।
#purulia #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?