Purba Bardhaman : অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষিদের : U Bangla TV
Purba Bardhaman : অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষিদের : U Bangla TV
সবে মাঠ থেকে ধান তুলতে শুরু করেছিলেন কৃষকরা। আর এই চরম মুহুর্তে মিগজাউম এর প্রভাবে কৃষকদের মাথায় যেন বজ্রপাত। একটানা বৃষ্টিতে জলমগ্ন জমি। মাঠের ধান জলে ডুবে গিয়েছে। যেসব কৃষকরা কেটে বা আঁটি বেঁধে ধান মাঠে ফেলে রেখেছিলেন তাদের ধান বৃষ্টির জলে কার্যত ডুবে রয়েছে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, ভাতার, মঙ্গলকোট থেকে শুরু করে সর্বত্র একই ছবি। যারা কিছু ধান খামারে নিয়ে আসার পর ঝাড়াই করার কাছ শুরু করেছিলেন তারাও চোখের সামনেই দেখছেন কিভাবে ধান নষ্ট হতে বসেছে।শুধুমাত্র ধানের ক্ষেত্রেই নয়, আলুচাষেও ব্যপক ক্ষতি হয়েছে এই অকালবৃষ্টিতে। যারা সবে আলুবীজ পুঁতেছিলেন তাদের বীজ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যারা বীজবোনার জন্য তৈরি হচ্ছিলেন তাদের চাষের কাজ অনেক পিছিয়ে গেল। ফলে সব মিলে এই মিগজাউম এর প্রভাবে জেলা জুড়ে ধান ও আলুচাষের বিশাল ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।
#purbabardhaman #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?