North24PGS : বনদপ্তরের হাতে গ্রেপ্তার ৩ জন চিতা বাঘের চামরা পাচারকারী : U Bangla TV
North24PGS : বনদপ্তরের হাতে গ্রেপ্তার ৩ জন চিতা বাঘের চামরা পাচারকারী : U Bangla TV
উড়িষ্যা থেকে চিতা বাগের চামরা নিয়ে আসার সময় মধ্যমগ্রামে বনদপ্তরের হাতে গ্রেপ্তার ৩ জন পাচারকারী।তারা এই চামড়া বিক্রি করার উদ্দেশ্যেই নিয়ে আসছিলো বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।তদন্তে আরও উঠে এসেছে, একটা পূর্ণবয়স্ক চিতাবাগের চাপড়া এটি, মাস ৬ আগে এই চিতাবাঘ শিকার করা হয়েছে,গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালায় বনদফতরের একটি টিম।অভিযুক্ত ৩ জনের বাড়িই উড়িষ্যায়,তাই মনে করা হচ্ছে চিতাবাঘটি উড়িষ্যার কোন জঙ্গল থেকেই শিকার করা হয়েছে।আজ তিনজনকেই বারাসত CGM আদালতে তোলা হয় ১৮ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে।নিজেদের হেফাজতে নিয়েই পরবর্তী তদন্ত প্রক্রিয়া চালাবে বনদফতর।এই চক্রের সাথে আরও কারা কারা যুক্ত,এই রাজ্যে বা এই জেলায় কারা সরাসরি এই পাচার চক্রের সাথে যুক্ত তা পরবর্তী তদন্ত উঠে আসবে বলে জানান DFO উত্তর ২৪ পরগনা রাজু সরকার। #north24pargana #odisha #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?