North24pgs : আবারো ও পুলিশের মানবিক উদ্যোগ : U Bangla TV

North24pgs : আবারো ও পুলিশের মানবিক উদ্যোগ : U Bangla TV

Feb 28, 2024 - 18:35
 0  9

আবারো ও পুলিশের মানবিক উদ্যোগ। শুধু রুটিন ডিউটি নয়, কর্তব্যবোধ যে মনুষত্বকে উন্নীত করে তার নজির দৃষ্টান্ত রাখল উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর থানার পুলিশ । গত ২২ ডিসেম্বর নিউ ব‍্যারাকপুর পুরসভার ৯নং ওয়ার্ডের আগাপুর মেঘদূত সংঘ গৃহের সামনে রাতে থানার কর্তব্যরত পুলিশ অচৈতন্য অবস্থায় বিবাহিত এক মহিলাকে উদ্ধার করে। পরেরদিন আদালতের নির্দেশে নিউ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি র তত্ত্বাবধানে কলকাতা পাভলভ হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় সেই মহিলাকে । হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মহিলা অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা বলতে সক্ষম হন। নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসাররা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানতে পারে মহিলা বিবাহিত। স্বামী সঞ্জিত মালো তার স্ত্রীকে ছেড়ে বাইরে কাজ করে। তাঁদের ছোট্ট ছেলে মেয়েও রয়েছে। সোমবার, ২৮ বছর বয়সী ঐ মহিলা সুষ্মিতা মালোকে কলকাতা পাভলভ হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে দুপুরে নিউ বারাকপুর থানায় নিয়ে যাওয়া হয়। থানার ওসি সুমিত কুমার বৈদ্য এবং পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা ওই মহিলাকে প্রীতি উপহার স্বরূপ শাড়ি চুড়িদার এবং মিষ্টি তুলে দেন। দুপুরের খাবারের পর মহিলাকে নতুন শাড়ি পরিয়ে কপালে চন্দনের ফোঁটা এবং মাথায় ধান দুর্বা দিয়ে আগামী দিনে নতুন জীবনের সুস্থতা কামনা করে আশীর্বাদ করেন থানার ওসি, দায়িত্ব প্রাপ্ত লেডি এএসআই, এস আই এবং স্থানীয় পুর প্রতিনিধি। তারপর সন্ধ্যায় হরিনঘাটা থানার নগরউখড়া ফাড়ির নিমতলা উত্তর ব্রহ্মপুর কাষ্টডাঙা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের উপস্থিতিতে ওই মহিলাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় । গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। দীর্ঘ পাঁচ মাস পর মানসিক বিকারগ্রস্ত মহিলা তার এক চিলতে ঘরে দুই ছোট্ট সন্তান দের কোলে পেয়ে আনন্দে আত্মহারা। স্বভাবতই নিউ ব্যারাকপুর থানার মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররাও। বিশেষ করে লেডি এএসআই চুমকি সরকার সহ মহিলা সিভিক ভলান্টিয়ার মামন সরকার মহিলাকে উদ্ধার করা থেকে কলকাতা পাভলভ হাসপাতাল ভর্তি এবং তার বাড়িতে পৌঁছে দেওয়ার কাজে আপ্লুত ও খুশি নিউ ব্যারাকপুর বাসী। #north24pargana #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow