North 24pgs : রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি সংগীতপ্রেমী চোরকে শ্রীঘরে পাঠালো পুলিশ : U Bangla TV
North 24pgs : রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি সংগীতপ্রেমী চোরকে শ্রীঘরে পাঠালো পুলিশ : U Bangla TV
রেস্তোরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি সংগীতপ্রেমী চোরের, সিসিটিভি দেখে চিহ্নিত করে গুণধরকে শ্রীঘরে পাঠালো পুলিশ ।।বুধবার রাতে রেস্তোরাঁয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালালো গুণধর চোর। সংগীতপ্রেমী এই চোরের এই কান্ড দেখে হতবাক টাকি শহরের মানুষ। বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পৌরসভার ৫নং ওয়ার্ডের টাকি কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এক নামী রেস্তোরাঁয় চোরের এই অভিনব কান্ড শোরগোল ফেলেছে মানুষের মধ্যে। দোকানের মালিক সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে দোকানের জানলার কাঁচ ভেঙে এক চোর দোকানে প্রবেশ করে। সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার ও একটি টিভি। যেগুলি মূলতঃ রেস্তোরাঁয়ে আগত খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো। পাশাপাশি বেশ কয়েকটি গিটার ঐ চোর পুকুরে ফেলে যায়। তার সঙ্গেই নগদ কুড়ি হাজার টাকা ও একটি টিভি ক্ষতিগ্রস্ত করে ওই গুণধর চোর। সকালে এসে হতবাক হয়ে যান রেস্তোরাঁর মালিক সহ অন্যান্য কর্মীরা। সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা যায় এক চোর মাঝরাতে এই কান্ড ঘটিয়েছে। দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দেয় সে। দোকানের মালিক সঞ্জীব দাস এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। তারপর তাকে গ্রেফতার করা হয় ওই রেস্তোরাঁর সামনে থেকেই। জানা গিয়েছে, গুণধর সেই চোরের নাম হোসেন গাজী, বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হোসেন গাজী বেশ কিছু বছর আগে ওই রেস্তোরাঁয় কাজ করতো। কিন্তু তার অভদ্র আচরণের জন্য তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আক্রোশের জেরেই সে রেস্তোরাঁয় গিয়ে এই কান্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও এই ঘটনার জেরে রেস্তোরাঁর নগদ ২০,০০০ টাকা সহ মোট প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন এই চোর বাদ্যযন্ত্রের দিকেই তার আক্রোশের বহিঃপ্রকাশ করলো? তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি সংগীতের প্রেমীই তাকে এই রেস্তোরাঁয় চুরি করতে বাধ্য করালো? যা জানতে পেরে শহর টাকি জুড়ে এক চাপা হাসির রোল কিন্তু উঠছে সে কথা বলাই বাহুল্য। #north24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?