North 24pgs : নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গস মাছ : U Bangla TV
North 24pgs : নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গস মাছ : U Bangla TV
খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গস মাছ ।।খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদীর ছেড়ে চাষের জমিতে দেখা মিলল বিরল প্রজাতির বাঙ্গস মাছ। বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাণ্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের আমবেড়িয়া গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা তারাপদ মন্ডল এদিন সকালে যখন তার জমিতে চাষ করতে যান, তখন তিনি বিশালাকার ঐ মাছটি দেখতে পান। দেখে স্বভাবতই তিনি হকচকিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই সনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙ্গস মাছ। তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। মাছটি লম্বায় প্রায় ৬ফুট, ১ফুট চওড়া ও ওজন ৫ কিলো ৬০০ গ্রাম। বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। কি করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে চলে এলো তা বুঝতে পারছেন না এলাকার মানুষজন। তবে প্রাথমিক ধারণা, খাবারের সন্ধানেই এই মাছ নদী ছেড়ে উপরে উঠে এসেছে। #north24pargana #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?