North 24 Pgs : ফের জলের তলায় অশোক নগর
North 24 Pgs : ফের জলের তলায় অশোক নগর
ফের জলের তলায় অশোক নগর
সকালের একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পরলো পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অশোক নগর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যেমন ছিল সেই মতই বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি সমতল, ও পাহাড়ে। কার্যত রাতভর বৃষ্টির পর এদিন সকাল বেলায় লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন। উত্তরবঙ্গের পাঁচ জেলার পাশাপাশি দার্জিলিং পাহাড় ও কালিম্পঙ জেলাতেও বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বেশ কয়েকদিন এমন আবহাওয়া জীবনযাপন করতে হবে উত্তরের জেলার সকলকে। বৃষ্টির কারণে এখনো পর্যন্ত তেমন কোনো জল জমার খবর না থাকলেও শিলিগুড়ির পুর নিগমের এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকায় জল জমায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। বেশ কিছু বাড়িতেও জলও ঢুকে যায়।প্রত্যক বছরের এমন জলমগ্ন হওয়ার ঘটনায় তিতিবিরক্ত সাধারন মানুষ।তবে এর স্থায়ী সুরাহা নিয়ে তৎপর পুরসভা।ইতিমধ্য আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের মধ্য দিয়ে জমা জল নদীতে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।তার কাজও শুরু হয়েছে।তবে কবে এই বিপত্তি থেকে অশোক নগরবাসী মুক্তি পাবে তা শুধু সময়ের অপেক্ষা বলেই জানান পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। #breakingnews #newstoday #banglanews #north24pargana #ashoknagar #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?