New Jalpaiguri : জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপে নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির ছেলেমেয়েদের|

New Jalpaiguri : জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপে নজরকাড়া সাফল্য জলপাইগুড়ির ছেলেমেয়েদের|

May 24, 2023 - 14:17
 0  37

জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপ (২০২৩) এ নজরকাড়া সাফল্য অর্জন করলো রাজবাড়ী পাড়ার জলপাইগুড়ি স্পোর্টস তাইকুন্ডু একাডেমির ছাত্র ছাত্রীরা। উল্লেখ্য ২১ মে একদিনব‍্যাপী জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপের আসর বসেছিলো স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া জলপাইগুড়িতে । জলপাইগুড়ি স্পোর্টস তাইকুন্ডু একাডেমির কোচ মিন্টু বর্মন জানান জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপে ১৫২ পয়েন্ট পেয়ে একাডেমির ছাত্র ছাত্রীরা চ্যাম্পিয়ন হয়েছে। আগামী জুন মাসের  রাজ‍্যস্তরের খেলার সুযোগ পেয়েছে। আগামী দিনে যাতে জলপাইগুড়ির নাম উজ্জল করে  পদক আনতে পারে । শহরের বিভিন্ন ক্লাবের পাশাপাশি জেলার সমস্ত ক্লাব জেলা তাইকুন্ডু চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করে। প্রায় ৮৫ জন অংশগ্রহণ করে।
#njp #karata #karatachampionship

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow