New Jalpaiguri : জলের ধাক্কায় ভেঙে গেল সেতুর অ্যাপ্রোচ রোড
New Jalpaiguri : জলের ধাক্কায় ভেঙে গেল সেতুর অ্যাপ্রোচ রোড
জলের তোড়ে ভেঙে গেলো অ্যাপ্রোচ রোড,অবিলম্বে ক্যানাল ও অ্যাপ্রোচ রোড মেরামতের দাবি স্থানীয়দের রাজগঞ্জ: তিস্তার সেচ ক্যানালের জলের ধাক্কায় ভেঙে গেল সেতুর অ্যাপ্রোচ রোড। ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বাসিন্দারা। সেই সঙ্গে সেচের জল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন। তাই অবিলম্বে ক্যানাল ও অ্যাপ্রোচ রোড মেরামতের দাবি তুলেছেন আমবাড়ির পূর্ব হরিচরণভিটা সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। রাজগঞ্জের আমবাড়ির করতোয়া ব্যারেজ থেকে একটি দীর্ঘ সেচ ক্যানাল রয়েছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের বদলাগছ পর্যন্ত। ওই ক্যানালের জল বেশ কয়েকটি গ্রামের মানুষ চাষের কাজে ব্যবহার করেন। ওই ক্যানালের রাস্তায় পূর্ব হরিচরণভিটা এলাকায় হারিয়া নদীর উপর রয়েছে একটি পাকা সেতু। পূর্ব হরিচরণভিটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মঙ্গলবার ক্যানেলের জলের ধাক্কায় সেতুর অ্যাপ্রোচ রোড ভেঙ্গে যায়। ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে সেচের জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। তাই অবিলম্বে ক্যানাল ও অ্যাপ্রোচ রোড মেরামতের দাবি তুলেছেন বাসিন্দারা। #newjalpaiguri #jalpaiguri #jalpaigurinews #siligurinews #siliguritimes #darjeeling #kolkatanews #westbengal #westbengalnews #banglanews #newslive #newstoday #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?