Nager Bazar : গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড : U Bangla TV

Nager Bazar : গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড : U Bangla TV

Jul 12, 2024 - 14:08
 0  4

পার্কস্ট্রিট, অ্যাক্রোপলিস মল, গাস্টিন প্লেস, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগেরবাজার। ভোররাতে দমদমের নাগেরবাজার সংলগ্ন যশোর রোডের উপর একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৩০টি ইঞ্জিন। প্রায় ৬ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এখনও আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই আগুন লাগে। ক্রমে তা কারখানাটিতে ছড়িয়ে পড়ে। ভোর ৩টে ৩০ নাগাদ আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা খবর। তখনই দমকলে খবর দেওয়া হয়। দমকল আধিকারিকরা আগুন নেভানোর কাজে হাত লাগান। কারখানার কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত লাগান। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একটা কারখানা থেকে আরেকটি কারখানায়, তারপরে একটি গোডাউনে। এই মুহূর্তে দমকলের ৩০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে।দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ব্যাপারে আশাবাদী। #nagerbazar #fire #newstoday #news #bangladesh #fireworks  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow