Nadia : সারা রাজ্যের মতন নবদ্বীপ মহেশগঞ্জ বিডিও অফিসেও বিক্ষোভ ডেপুটেশন বিজেপির
Nadia : সারা রাজ্যের মতন নবদ্বীপ মহেশগঞ্জ বিডিও অফিসেও বিক্ষোভ ডেপুটেশন বিজেপির
সারা রাজ্যের মতন নবদ্বীপ মহেশগঞ্জ বিডিও অফিসেও বিক্ষোভ ডেপুটেশন, বিজেপির
পঞ্চায়েত নির্বাচনের ডিসিআর কাটা থেকে শুরু করে, নমিনেশন জমা, প্রত্যাহার সব ক্ষেত্রেই রাজ্যের শাসক দল তৃণমূলকে দোষারোপ করেছে বিজেপি। অবশেষে ভোট গ্রহণ এবং গণনার ক্ষেত্রেও ব্যাপক কারচুপি হয়েছে বলে তাদের অভিযোগ । এক্ষেত্রে কখনো পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কখনো বা সরকারি কর্মচারী কিংবা সমষ্টি উন্নয়ন আধিকারিকদের অথবা ভোট কর্মীদের কাজে লাগিয়ে সরাসরি ভোট লুঠ করেছে তারা, এমনকি বেশ কিছু এলাকায় যেখানে পঞ্চায়েত বোর্ড তৃণমূলের প্রায় হাতছাড়া অথবা অবসম্ভাবী সেই সব ক্ষেত্রে বিজেপি অথবা যে কোন বিরোধী জয়ী প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রেও তাদের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন তা কেড়ে নেওয়ার অপচেষ্টা করে। কোথাও এ ধরনের বিভিন্ন অগণতান্ত্রিক সন্ত্রাস এবং ব্যাপক কারচুপি প্রকাশ্যে এসেছে সাধারণ মানুষের মোবাইলে ক্যামেরা বন্দীর মাধ্যমে। এ সমস্ত ফুটেজ এবং ছবি তথ্যসম্বলিত ভাবে তারা দলীয় নেতৃত্বকে জমা দেন। এবং সেখান থেকেই আইনের দ্বারস্থ হন নেতৃত্ব। এ ধরনের বিভিন্ন প্রমাণাদি দেখে বিচার ব্যবস্থাও এই মুহূর্তে কাউকে জয়ী না বলার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে এ তো গেলো প্রমাণ সাপেক্ষ , কিন্তু শাসকের রক্তচক্ষুকে ভয় পেয়ে যে সমস্ত পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতি প্রকাশ্যে আসেনি, তবে তথ্যগত প্রমাণ আছে, সেই সমস্ত ক্ষেত্রেও তারা পুন: গণনার দাবি করেছেন। আর সমস্ত দাবি মানুষকে সাথে নিয়ে গণ আন্দোলনের মাধ্যমে জনসাধারণের গণদাবিতে পরিণত করতে, বিজেপি রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত বিডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আজ। একদিকে তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে কলকাতার জমায়েতে সমর্থকদের যাওয়া অন্যদিকে কার্যত তৃণমূলশুন্য অবস্থায় বিভিন্ন বিডিও অফিস গুলিতে বিজেপির ঘেরাও অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মূলত দুপুর 12 টা থেকে বিকাল চারটে মধ্যে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে আজ এই কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যে গণনা কেন্দ্র বা ভোটগ্রহণ কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে তা যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তারা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। #banglanews #newslive #breakingnews #today_breaking_news #nadia #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?