Nadia : মেধা নির্ণায়ক প্রতিযোগিতায় বিষয় ছিল বিজ্ঞান, ইংরেজি ও গণিত : U Bangla TV
Nadia : মেধা নির্ণায়ক প্রতিযোগিতায় বিষয় ছিল বিজ্ঞান, ইংরেজি ও গণিত : U Bangla TV
মনিপুর ঘাট রোডে আয়োজিত হল ৩২টি স্কুলের ৫১৯ জন পড়ুয়াদের নিয়ে অলিম্পিয়াডের দ্বিতীয় পর্যায়ে মেধা নির্ণয়ক প্রতিযোগিতা। রবিবার সকাল ৮.৩০ থেকে দুপুর ২ টো সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের পরিচালনায় এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুল নবদ্বীপ শাখার সহযোগিতায় অলিম্পিয়াডের দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মনিপুর ঘাট রোড স্কুল ভবনে। বিষয় ছিল বিজ্ঞান, ইংরেজি ও গণিত। মেধা নির্ণায়ক প্রতিযোগিতার প্রথম পর্যায়ে উত্তীর্ণ হওয়া প্রতিযোগীরাই দ্বিতীয় পর্যায়ে অংশ নেন। নদিয়া ও পূর্ব বর্ধমানের ৩২ টি সরকারি ও বেসরকারি স্কুলের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৫১৯ জন প্রতিযোগীকে এদিন অংশ নিতে দেখা যায়। বিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ধ্রুবজ্যোতি অধিকারী মহাশয় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীদের বিশেষভাবে শুভেচ্ছা জানান। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?