Nadia : মদের দোকান বন্ধের দাবিতে থানার সামনে বিক্ষোভ : U Bangla TV
Nadia : মদের দোকান বন্ধের দাবিতে থানার সামনে বিক্ষোভ : U Bangla TV
কোতোয়ালি থানা অন্তর্গত চিত্রশালী তেঘরিয়াপাড়া এলাকায় একটি মদের দোকান খোলার, কোর্টের আদেশ থাকলেও কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের প্রতিবাদে খুলতে পারেনি মদের দোকান। উল্লেখ বেশ কয়েক মাস আগে সেই মদের দোকানে মদ খেয়ে মৃত এক ব্যক্তিকে পাওয়া যায় এবং তারপর থেকেই এলাকাবাসী বিশেষত সেইসব বাড়ির মহিলারা বিক্ষোভ দেখান এবং সেই মদের দোকান বন্ধ করে দেন। তাদের দাবি পাশেই স্কুল স্কুলে ছাত্রীরা যেতে পারে না কোন মহিলা পুকুর ঘাটে স্নান করতে যেতে পারেন না ওই মদের দোকানের সামনে দিয়ে। কারণ প্রতিনিয়ত যারা ওই দোকানে বসে মদ খান তারাই তাদেরকে কটুক্তি করে এবং গায়ে হাত পর্যন্ত দিয়ে থাকেন এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে প্রতিবাদ করেন গ্রামবাসীরা এবং গত তিনমাস আগে সেই দোকানটি তালা লাগিয়ে দেওয়া হয়। সেই দিন সকালবেলায় দোকানের মালিক কোর্টের আদেশ অনুযায়ী সেই মদের দোকানটি খুলতে গেলে স্থানীয় গ্রামের মহিলারা বাধা দেন এবং ঘটনা স্থলে পৌঁছান কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং তার সাথে আফগাড়ি দপ্তরের উচ্চপদস্থ কর্মীরা। কিন্তু গ্রামবাসীদের প্রতিবাদে তারা সেই দোকান খুলতে পারেননি এবং ফিরে আসেন। এরপরে ওই দোকানের মালিক কৃষ্ণনগর নিবাসী শ্যাম ঘোষ তিনি দোকানটি খুলতে গেলে পুনরায় গ্রামবাসীরা বাধা সৃষ্টি করেন তখনই শুরু হয় হাতাহাতি এরপরে গ্রামবাসীরা থানায় প্রতিবাদ জানাতে এলে কোতোয়ালি থানার পুলিশ তাদের চারজনকে আটক করেছিল। তারই প্রতিবাদে এদিন দুপুর বেলায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে মদের দোকান বন্ধের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?