Nadia : পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিরেক্টর : U Bangla TV

Nadia : পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিরেক্টর : U Bangla TV

Feb 16, 2024 - 14:15
 0  3

শুরু হয়ে গেলে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুক্রবার সকাল নটা ৪৫ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষা। ২০২৪ সালে প্রায় সাত লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৩৪১টি । প্রত্যেক প্রশ্নপত্রর ওপরে থাকা সিরিয়াল নম্বর ছাত্র-ছাত্রীদের লিখতে হবে উত্তরপত্রে । এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে বিশেষ কিউআর কোড এর ব্যবস্থা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ১৭৬ টি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিরেক্টর, এছাড়াও একাধিক পরীক্ষা কেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সকাল থেকেই প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়েই শুরু হল ২০২৪ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা । নদীয়ার বেশ কিছু স্কুলে সকাল থেকে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পৌঁছে গিয়েছেন স্কুলে, শুরু হয়ে গিছে পরীক্ষাও । #nadia #nadianews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow