Nadia : নিজের বাড়ি ফেরার জন্য যোগ দিতে হলো তৃণমূলে

Nadia : নিজের বাড়ি ফেরার জন্য যোগ দিতে হলো তৃণমূলে

Jul 13, 2023 - 16:57
 0  2

তৃণমূলের অত্যাচারে বাড়ি থাকতে পারছেন না সিপিএমের জয়ী প্রার্থী। অবশেষে তৃণমূলে যোগদান করার পর বাড়ি ফেরার আশ্বাস প্রশাসনের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর টেংরিডাঙ্গা এলাকার। জানা যায় এবারের পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকা থেকে সিপিআইএমের প্রার্থী ছিলেন আব্দুল শেখ। সেখানে তিনি জয়লাভ করেন। উল্লেখ্য গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২১ টি রয়েছে। তার মধ্যে বিজেপি পেয়েছে দশটি আসন। আর তৃণমূল পেয়েছে নয়টি আসন। পাশাপাশি সিপিএমের আসন সংখ্যা ছিল একটি এবং অন্যান্য একটি। অভিযোগ উঠে সিপিএম প্রার্থীর জয় লাভের পরেই প্রাক্তন ১০ বছরের তৃণমূল প্রদান তার দলবল নিয়ে বাড়ির উপর চড়াও হয়। বাড়ি ভাঙচুর সহ প্রাণনাশের হুমকি দিতে থাকে লাগাতার। অবশেষে বাধ্য হয়ে তিনি সেদিন শান্তিপুর বিধায়ক ব্রোজো কিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলের যোগদান করলেন। তৃণমূলে যোগদান করার পরেই তিনি সরাসরি শান্তিপুর থানায় চলে আসেন। তৃণমূলের যোগদান করার পরেই প্রশাসনের তরফ থেকে তার নিরাপত্তার আশ্বাস এবং বাড়ি প্রবেশ করার আশ্বাস দেওয়া হয়। এ বিষয়ে সিপিএম প্রার্থী আব্দুল শেখ বলেন, আমি জয়লাভ করার পর থেকেই ওই এলাকার প্রাক্তন তৃণমূল প্রদান হেরে যাওয়ার কারণে আমার বাড়ির উপর গিয়ে অকথ্য অত্যাচার চালাচ্ছিল। আমি বাড়িতে ঠিকমত থাকতে পারছিলাম না। অবশেষে বাধ্য হয়ে তৃণমূলে যোগদান করি। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী বলেন, তৃণমূল এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা তৃণমূলে যোগদান করছেন। ঠিক সেই রকম গয়েশপুরের এই বিজেপি প্রার্থী উন্নয়নের সামিল হতে তৃণমূলে যোগদান করলেন। #breakingnews #newstoday #banglanews #newslive #nadia #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow