Nadia : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ এলাকাবাসীর |

Nadia : তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ এলাকাবাসীর |

Jun 7, 2023 - 14:30
 0  6

ভাঙা বেড়া ওপরে ছেড়া ত্রিপল! বৃষ্টি আসলেই ভিজে যায় ঘর, দমকা হাওয়া দিলেই ত্রিপল উড়ে যায়। অজ্ঞতা ঝড় বৃষ্টির সময় বাড়ির ছেলেমেয়েদের নিয়ে চৌকির তলায় ঠাঁই নিতে হয়। তার ওপর বাড়ি বাড়ি পানীয় জলের লাইন বসলেও পড়ে না জল। চূড়ান্ত সমস্যায় একাধিক আদিবাসী পরিবার। মেলেনি সরকারি কোন পরিষেবা। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ এলাকাবাসীর। নদীয়ার শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েতের সরদারপাড়া। শতাধিক মানুষের বসবাস। বছরের পর বছর ধরে বসবাস করলেও এখনো পর্যন্ত মেলেনি পঞ্চায়েতের কোন পরিষেবা। ওই এলাকার একাধিক ঘর ত্রিপলের। ভাঙাচোরা বেড়া। বৃষ্টি হলেই ঝমঝমিয়ে ঘরের মধ্যে অবাধে জল ঢুকে পড়ে। সামান্য ঝড় হলেই ঘর ছেলে অন্যত্র ঠাঁই নিতে হয়। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কখনো চৌকির তলায় ঢুকে পড়তে হয়। তার কারণ যখন তখন দমকা হাওয়ায় ঘর উড়ে যেতে পারে।

#news #newstoday #bengalinews #nadia #tmc #panchayatelection

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow