Nadia : জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা নেতাজির জন্ম দিবসে : U Bangla TV

Nadia : জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা নেতাজির জন্ম দিবসে : U Bangla TV

Jan 23, 2024 - 17:57
 0  2

এবার থেকে জাতীয় সড়কের ফ্লাইওভারে স্থায়ীভাবে উঠবে জাতীয় পতাকা নেতাজির জন্ম দিবসে বিশেষ উদ্যোগ নদীয়ার ফুলিয়ায়।জাতীয় সড়কের ওভার ব্রিজের মাথায় স্থায়ীভাবে উড়বে জাতীয় পতাকা। জাতীয় সড়ক কর্তৃপক্ষর সাথে এ রকমই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উঠল জাতীয় পতাকা। নেতাজির জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ এই পতাকা উত্তোলন হলো। নদীয়ার ফুলিয়ার জাতীয় সড়কে ফুলিয়ার স্টেশন পাড়া কালি বাড়ি বারোয়ারি সংঘের উদ্যোগে জাতীয় সড়কের ওভার ব্রিজের পাঁচিল ঘেঁষে এই পতাকা উত্তোলন হয়। প্রথমে বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পথ পরিক্রমা করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন হয়। পতাকা উত্তোলন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অর্থাৎ পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক। এই পতাকা স্থায়ীভাবে রাখার জন্য প্রশাসনিক ব্যবস্থা করেছে ক্লাব কর্তৃপক্ষ। #nadia #nadianews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow