Nadia : ইয়ং অ্যাসোসিয়নের ৩৯ তম বর্ষের বাণী বন্দনার শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো : U Bangla TV
Nadia : ইয়ং অ্যাসোসিয়নের ৩৯ তম বর্ষের বাণী বন্দনার শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো : U Bangla TV
শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো করার লক্ষ্যে নবদ্বীপ থানা প্রাঙ্গণে পুজো কমিটির সদস্যদের নিয়ে বৈঠকের আয়োজন কৃষ্ণনগর পুলিশ জেলার। রাত পোহালেই সারা দেশের সঙ্গে শুরু হয়ে যাবে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজো বা বাগদেবীর আরাধনা। অপরদিকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সমস্ত আইনের নির্দেশ মেনে পুজো করা হয়, তার জন্য সমস্ত পূজো কমিটির সদস্যদের নিয়ে মঙ্গলবার এক বৈঠকের আয়োজন করে নবদ্বীপ থানার পুলিশ। কেননা আগামী ১৬ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যজুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা,ফলে আইনি নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে করতে হবে সরস্বতী পূজো । পুজো উপলক্ষ্যে মাইক বাজানোর ক্ষেত্রে মানতে হবে শব্দবিধি,ঢাক ব্যাতিত কোনরকম বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না,প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও করা যাবে না কোনও রকম শোভাযাত্রা বা আরম্বর । ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে নির্দেশিকার বিষয়ে শহরও ব্লকজুড়ে মাইকিং করা হয়েছে,সেই নির্দেশিকাকে স্মরণ করাতে মঙ্গলবার দুপুরে শহর ও ব্লকের পুজো কমিটির সদস্যদের নিয়ে এক সভার আয়োজন করা হয় কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে। #nadia #nadianews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?